গল্পঃ তোমারি_জন্য পর্বঃ‌(০৯ ও শেষ)







গল্পঃ তোমারি_জন্য

পর্বঃ‌(০৯ ও শেষ)

Ayan.. 

....

...

আনিয়া রাস্তা দিয়ে হাটছে..হঠাৎ ফারহানের মতো কাউকে রাস্তায় দেখতে পায়..

.

কিন্তু পরক্ষনেই নেই..

.

কিন্তু আনিয়ার কেনো যেনো মনে হচ্ছিলো এটা ফারহান ই হবে..

.

আনিয়া খুজতে থাকে কিন্তু কোথাও পায় না..

হঠাৎ আনিয়ার মনে হয় কেউ তার পাশে দাড়িয়ে আছে.

.

সে তাকিয়ে দেখে ফারহান..

.

সে যেনো বিশ্বাস করতে পারে নাহ..

.

কেনো জানি তার বার বার মনে হতে লাগছিলো এটা বাস্তব নাহ..

স্বপ্ন..

.

.

কি??স্বপ্ন মনে হচ্ছে??(ফারহান)

>নীল??তুমি বেচে আছো??

.

>তোমায় ছাড়া কিভাবে যেতে পারি বলো।।

>কিন্তু ওই খবর??

>সব নাটক ছিলো গো..

.

>কি??নাটক??

>হে নাটক..

>কিন্তু কেনো??

.

ছোট বেলায় আমি হারিয়ে গেছিলাম..কিন্তু তোমায় অনেক খুজেছি..ভালো বেসেছি..

তাই আমার ও তো দেখতে হলো যে তুমি আমায় ভালোবাসো কিনা..

.

তাই আমি..এই নাটক করি..

.

তোমায় বিয়ের পর থেকে টরচার করি পরে আয়ান কে পাঠাই.

কিন্তু তুমি আমার পরিক্ষায় ফেল হও..তাই রাগে আঘাত করি তোমায়..

.

কিন্তু পরে যখন ছবি দেখে ফেলো তুমি..

.

তখন আয়ান কে আবার পাঠাই..

তখন আমি বুঝি তোমার মনে এখনও আমার জন্য জায়গা আছে..

.

আর তাই লাষ্ট একটা পরীক্ষা করি..

.

এই মৃত্যুর..।

কিন্তু তুমি আবার পাশ করো..

.

ফারহান তুমি একটু বুঝলে না আমার ভালোবাসা।।

.

আমি যে অপেক্ষা করে ছিলাম শুধু তোমারি জন্য..(আনিয়া)

.

আমি ও ছিলাম শুধু তোমারি জন্য।।

.

এই বলে আনিয়া ফারহানকে জড়িয়ে ধরে..

....

.

সমাপ্ত

0 Post a Comment:

Post a Comment