( সোহান )
---ভাইয়া এতো মানুষের ভিতরে কিভাবে জামাকাপড় খুলবো?(মাথা নিচু করে)
---কিহ জামাকাপড় খুলতে যাবেন কেন?(সোহান)
---আপনি তো নিজেই বললেন তাদের সবকিছু খুলে দেখাতে হবে।
---তেমন কিছুনা।আমার এটি পছন্দ হয়ে তাই।
---তোমার পছন্দ হলে তো হবে না।আচ্ছা এটা বলো তুমি কয়জনের সাথে রাত কাটিয়েছো?
---অনেকের সাথে(চোখ ভরা জল নিয়ে)
---কতজন তোমাকে টাকার বিনিময়ে ভোগ করেছে?
---শতশত লোক(হাতদুটো শক্ত করে চেপে রেখে)
---তোমার সাথে কি কখনো একসাথে একধিক কেউ মিলন করেছে?
---দেখুন আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না।আমি যার সাথে থাকি না কেন তাতে আপনার কি?(ফুফিয়ে ফুফিয়ে)
---তাহলে মিথ্যা বলছেন কেন?সত্যিটা বলুন?
---আপনার কাজ আমাকে ট্রেনিং দেওয়া এর বেশী কিছু কেন জানতে চাইবেন?
---এটা আমাকে জানতেই হবে।আমি কখনো কাউকে বিনা কারনে তার পবিত্রতা নষ্ট করাতে পারিনা।
---আমি ট্রেনিং নিতে রাজি তবুও কিছু বলতে পারবো না।
---আপনি জানতে চান না আমি কেন এমন?তাহলে শুনুন ঘটনাটা,,
আমি চারু।এবার অনার্সে পড়াশোনা করছি।পিতাবিহিন একটা ছোট্ট পরিবারে আমার জন্ম।
মা এ হলো আমার সব।টিউশনির টাকা দিয়ে আমাদের কষ্টের সংসারটা খুব সুন্দরভাবেই কেটে যেতো।কিন্তু কথাই আছেনা গরীবের ঘরে নুন আনতে পান্তা ফুরাই।ঠিক তেমনি একটা অসহ্য রোগ আমাকে বাচিয়ে রাখতে চাইনা।আমার মাথাই প্রচন্ড ব্যথা করে যেটা কখনো সাড়াতে পারিনি।টাকা পয়সা নেই বলে কোনদিন হসপিতালে যেতে পারিনি।কোনরকম বাচার জন্য বাড়ির পাশের একটা দোকান থেকে 2 টাকার ব্যথার বড়ি কিনে খেতাম।কিন্তু সেই দোকানদার খুব খারাপ ছিলো।সবসময় আমাকে খারাপ নজরে দেখতো।হটাৎ
চারুকে বুক থেকে সরিয়ে দাড়িয়ে পড়লো।তার মনে হলো চারুর এখন একটা মানুষের ভালোবাসা প্রয়োজন।
তবে চারুকে তার আসল পরিচয় বুঝতে দেওয়া যাবেনা।
---চারু তুমি অবশ্যই পারবে শুধু তুমি নিজের উপর বিষ্ষাশ রাখে।
---আচ্ছা ভাইয়া তাহলে কি আমাকে নিবেন?(চোখমুখ মুছতে মুছতে)
---হ্যা তুমি এখন আমার সাথে একটু ঘুরে আসবা।
---তোমাকে কিছু পরিবেশের মেয়েদের দেখাবো তারপর তোমাকে আমার বাসাই নিয়ে যাবো।
---কোনো কিন্তু না তবে এখানে এভাবে একলা একটা ঘুরবে ন।তাহলে বিপদ হতে পারে।এই নাও আমার হাতে হাত রাখো।
কিছুক্ষন হাটার পর চারুর কথাই সোহান বাস্তবে ফিরে আসে।
---ভাইয়া দেখুন ওই খানে কি হচ্ছে?
---দেখুন মেয়েটার চারপাশে দাড়িয়ে ছেলেরা ডিস্টার্ব করছে।ওরাতো মেয়েটার ওড়নাটা.,,..
.
চলবে,,
http//wwwkhekacalebowcprom.com
0 Post a Comment:
Post a Comment