"আমার পিতৃত্বের ঠিক নেই। চেয়েছিলাম আমার সন্তানের অত্যন্ত পিতৃপরিচয় থাকবে।
'কিন্তু তোরা আমার সন্তানটাকেই শেষ দিলি।
তোদের মনে কি একটুও মায়া জন্ম নেয়নি এই ফুটফুটে
'হঠাৎ এমন কথাটি শোনা মাত্রই সেখানে থমকে গেলো
সবাই। কারন কি বলছে এই সব চৈতি?
'হাসিব বললো " কি চৈতি এমন কথা বলতেছো কেনো
'তোরা আমাকে ঘরের বউ হিসেবে মেনে নিবিনা সেইটা
মানলাম 'কারন আমি একজন খারাপ মেয়ে।
কিন্তু আমার নিসপাপ সন্তান কে হত্যা করলি কেনো।
'কি আমার সন্তান কে মে/রে ফেলছে।
'হ্যাঁ তোর এই মা আমার সন্তান কে এই পৃথিবীতে থাকতে দেয়নি।
ওর হরিণের মতো দুটি তুলে ফেলছে" কিডনি বের
'চৈতির মুখে এমন বেদনা দায়ক কথা শুনে সবার
'মা তুমি কি সত্যি আমার সন্তানের সঙ্গে এমন করছো!
'হাসিবের কথা শোনার পরেও সে নিশ্চুপ হয়েই আছে?
'মা তোমার এই নিশ্চুপ থাকাটা কি সত্যি এটাই বুঝায়
তুমি আমার সন্তান কে হত্যা করছো।
'হ্যাঁ আমি হত্যা করেছি" কিন্তু এইটা তোর সন্তান না।
এই সন্তানের আসল বাবা হচ্ছে*****
(প্রিয় পাঠক পাঠিকা লোডিং রাখলাম সময় হলেই সব কিছু সামনে আসববে)
'বলছিনা এইটা তোর সন্তান না। এতো কথা
'তাহলে কি ডাক্তার সেইদিন রিপোর্ট ভূল দিয়ে
'কিন্তু একটি ডাক্তার কিভাবে ভূল রিপোর্ট দিতে পারে
'আমি ডাক্তার কে টাকা খাওয়াই ছিলাম এই কারনে
সে আমার কথা মতো রিপোর্ট দিয়েছে।
'কিইইই! কিন্তু কেনো এমনটা করলে তুমি।
'কারন বাচ্চাদের কিডনি' চোখ 'রক্ত এই গুলা একটু
'ওহ তার মানে চৈতি সব সত্যি কথাই বলেছে। সেই দিন
'হাসিব এবং ওর মায়ের এমন কথা শুনে চৈতি বেশ
'এই তোরা নাটক বন্ধ কর। তোরা দুজনেই যে নাটক
করতেছিস সেইটা আমি ভালো করেই জানি।
'যদি নাটক না করিশ তাহলে তোর মায়ের কথায় কি বুজাচ্ছে বুঝতে পেরেছিস "ওই সন্তান তোরনা।
ডাক্তার ভূল রিপোর্ট দিয়েছে। ওই সন্তানের বাবা অন্য কেউ।
এই সব কথায় একটি জিনিস বোঝা যাচ্ছে ''সেই দিন
আচ্ছা বুঝলাম রিপোর্ট ভূল কিন্তু তুই যদি আমাকে
ধর্ষন নাই করে থাকিস তাহলে কিভাবে আমাকে মেনে
নিলি আমার সন্তান কে মেনে নীলি।
আবার কেনোই বা বললি আমি চৈতিকে ধর্ষন করেছি'
'নাহ সেই দিন তুই নেশার ঘোড়ে ছিলিনা।
'নেশার করে থাকলে তোর শরীরে নেশার ঘন্ধ থাকতো
কিন্তু সেইটা তোর শরীরে ছিলোনা।
'আমি নেশার ঘোরে না থাকলে এমন কাজ কখনোই
এইটা আমার নিজের প্রতি বিশ্বাস আছে।
'তোর কথা শুনে মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি
'প্লিজজজ চৈতি একটু চুপ করো "আগে আমার মায়ের
সঙ্গে কিছু কথা বলতে দাও প্লিজজজজজ।
'মা আমাদের টাকা পয়সার ঠিক নেই। অনেক টাকা-অনেক পয়সা। তুমি কেনো এমন কাজ করো।
'নাহ তোমাকে বলতেই হবে আজকে। সত্যি টা সবার
'সন্তানের এমন আকুটি মিনতি শোনার পরে
'শোন তোর বাবা এবং আমি দুজনেই ছিলাম বেশ গরিব
দুইবেলা দুইমুঠো ভাত খাইতে পারতাম না।
আনেক কষ্টে যাচ্ছিলো আমাদের জীবনটা। হঠাৎ একদিন তোর বাবা আমাকে জিঙ্গেস করল।
'জমিলা এই ভাবে চললে তো আমার কিছদিন পরে মারা যাবো। আমাদের কিছু করা দরকার।
'শোন আমি চুরি করবো এখন থেকে। কারন এই চুরি ছারা কখনোই সম্ভব না কোটিপতি হওয়া।
'এর পরবর্তী থেকে তোর বাবা চুরি করতে লাগলো
এতে আমাদের সংসার বেশ ভালোই যাচ্ছিলো।
কিন্তু আমাদের তো শুধুমাত্র ভালো গেলেই হবেনা আমাদের কোটিপতি হতে হবে।
এর পরে শুরু হলো গরিব দুঃখিদের বুকে লিত্থি মেরে টাকা পয়সা নেয়া।
'একদিন রাতে শুয়েছিলাম তোর বাবা এবং আমি। তখন তোর বাবা আমাকে বললো।
'শোন তোমার জন্যে একটি কাজ নিয়েছি। কাজটি খুবেই সহজ।
'আমার কিছু লোক ছোট্ট বাচ্চাদের কিডন্যাপ করবে তুমি সেই গুলাকে হাসপাতালে নিয়ে গিয়ে।
ওদের চোখ' কিডনি ' রক্ত সব কিছু বের করে নিয়ে
'তোর বাবার এমন কথা শুনে আমি ও টাকার লোভে পরে গেলাম এবং এই কাজ করতে লাগলাম।
তার পর থেকে এই পযর্ন্ত লেগেই আছি।
এর মাঝে হঠাৎ তোর বাবাকে খু'ন করা হয়।
ভেবেছিলাম কিডন্যাপাররা ওকে মেরে ফেলবে এতে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেয়া হবে।
কিন্তু কিভাবে যে বেছে গেলো বুঝতেই পারলাম না।
'তাই ওর সন্তান কে কৌশলে আমাদের কাছে নিয়েছিলাম এবং পরবর্তীতে শেষ করে দিয়েছি
'হাসিবের মায়ের মুখে এমন কথা গুলা শুনে উর্মি যাকে দিয়ে হাসিবের বিয়ে হচ্ছিলো সে বলে উঠলো!
'এই বিয়ে আমি করবনা। এতো খারাপ মানুষ পৃথিবীতে বেছে আছে ভাবতেই পাচ্ছিনা আমি। হাসিব
আমাকে মাপ করে দিও। এই বিয়েটা আর হবেনা।
জেনে শুন একটি খারাপ মানুষ ছেলেকে আমি বিয়ে করতে পারবোনা।
'ছিইইইই মা ছিইইইই তোমরা এতোটা খারাপ মানুষ।
না জানি কতো নিরিহ মানুষের জীবন তোমারা শেষ
তুমি আমার সন্তানটাকে ও এই পৃথিবীতে থাকতে দাওনি। ফুলের মতো নিসপাপ শিশুটিকে মেরে ফেলছো।
'তোকে বলছী না ওই সন্তানটি তোরনা "
'থামলে কেনো বলো ওই সন্তানটি কার।
'এতো টাকা পয়সা থাকার পরেও এমন কাজ কেনো
'আশ্চর্য আমি কি বাচ্ছা নাকি যে বুঝবো না।
'ভালো খুব ভালো! চৈতি একটি কথা বিশ্বাস করো।
আমি নেশার ঘোরে না থাকরলে কখনোই তোমাকে
সত্যি আমি সেই দিন নেশার ঘোরে ছিলাম।
'না তুই সেইদিন কোন নেশা করিশনি।
'তাহলে আমি তোমাকে ধর্ষন করিনি। হয়তো আমার মতো দেখতে অন্য কেউ আছে।
'আমি সব পছন্দ করি কিন্তু নাটক পছন্দ
তোরা যে কি প্লান করেছিস সেইটা আমি ভালো করেই
'ওয়েট একটি জিনিস দেখাচ্ছী "কথাটি বলেই
চৈতি তার ব্যগ থেকে একটি জিনিস বের করে।
চলবে....
0 Post a Comment:
Post a Comment