"চৈতি সেই গোপন রাস্তায় ঢুকা মাত্রই দেখতে পায় একটি ছোট্ট বাচ্ছার লাশ পরে আছে।
'বাচ্ছাটির সামনে গেলে চৈতি দেখতে পায় এটা আর কারো সন্তান না "এটাতো আমার সন্তান?
'নিজের সন্তানকে এমন অবস্থায় দেখতে হবে সেটা কখনোই ভাবতে পারেনি চৈতি।
'রাগান্বিত হয়ে আবার একটু সামনে যেতেই দেখতে পায় তার সন্তানের মতো আরো অনেক সন্তান এখানে পড়ে আছে?
'এই সব দেখে চৈতির বাবার কথা মনে হয় "সত্যি তার বাবা কোন মিথ্যা কথা বলেনি।
'চৈতি মন স্থির করে' ভিতরে ডুকে সবাইকে
'কথাটি বলেই হন-হন করে বাড়ির ভিতরে ডুকে পড়ে।
বাডিতে ডুকা মাত্রই "দেখতে পায় হাসিব ও উর্মির বিয়ের কাজ সম্পূর্ণ করতেছে কাজি।
'যাদের নিজের জীবনের মায়া আছে তারা
'কথাটি শুনা মাত্রই সেখানে হৈই চৈই লেগে যায়। ক্ষনিকের ভিতরে অনেক লোক পালিয়ে যায়।
'এই দিকে চৈতিকে দেখা মাত্রই উর্মি এবং হাসিব দুজনেই থর-থর করে কাপতেছে।
'এক রাশ ভয় নিয়ে হাসিব জিঙ্গেস করলো "চৈতি তুমি এখানে বুঝলাম না।
'দেখো আমি কিন্তু উর্মিকে বিয়ে করতেছি শুধুমাত্র
তোমার কিচ্ছু হলে সন্তান কে দেখা শোনা কে
'তাইতো' অবশ্যই তোরা দুজনে সঠিক
কাজ করতেছিস। এখন একটু আমার সন্তানকে দেখাও আমি এখানে থেকে চলে যাবো।
'সন্তান দেখার কথা শুনেই হাসিবের মায়ের মুখটি
'হাসিব ওর মাকে বললো' "মা নিয়ে আসো আমার সন্তানকে। ওকে দেখেই চৈতি চলে যাবে।
'না সন্তান দেখা হবেনা? আমি চাইনা চৈতি দেখে আমার একমাত্র নাতি "বংশের প্রদিব কষ্ট পাক।
'আমার সন্তান কে আমার সামনে নিয়ে আসুন নাহলে এখানেই সবাইকে মেরে ফেলবো।
'তোমার এমন কথায় আমরা ভয় পাইনা বুজছো?
'কথাটি বলেই চৈতি হাসিবের মায়ের পায়ে একটি গুলি করেন যেটা ওফোর-ওফোর হয়ে চলে'
'এটা দেখা মাত্রই সবাই ভয়ে থর-থর করে
'নিজের মাকে এমন অবস্থায় দেখা মাত্রই যেইনা হাসিব চৈতিকে আঘাত করার জন্যে আসবে।
'আবার চৈতি বলে উঠে "এক পা সামনে আগেই তোমার মাকে চিরকালের জন্যে শেষ করে দিবো।
'এখনো সময় আছে আমার সন্তান কে নিয়ে আসো। আমি এখানে থেকে চলে যাবো।
'চৈতির মুখে এই কথাটি শুনে সবাই বলতে
থাকেস"প্লিজজ আপনি ওনার বাচ্ছাকে নিয়ে আসুন নাহলে সবাইকে শেষ করবে।
'প্লিজজ আন্টি বাচ্ছাকে নিয়ে আসুন? (উর্মি)
'বলছিনা আমার নাতিকে এর হাতে তুলে দিবোনা।
এর হাতে আমার বংশের প্রদিপ গেলে ধংস হয়ে যাবে।
'আশ্চর্য মা' যেখানে আমরা সবাই মারা পরছি সেখানে তুমি এমন কথা বলছো কেনো?
'আর আগে অন্য একটি কথা বলি শোন। আমি চৈতি তোর বাবা কে খু'ন করেছি!
কেনো করেছি জানিস "তোর বাবা একটী খারাপ লোক ছিলো? মানুষ টাকা মেরে খাওয়াই তার ধান্দা ছিলো!
এই জন্যে খুব খারাপ ভাবেই মেরে ফেলছিলাম।
ঠিক সেইভাবে আজ তোর মাকেও মে'রে ফেলবো।
'তুমি এতোটা খারাপ মানুষ। সত্যি আমি ভাবতেই পাচ্ছিনা চৈতি।
'আরে তোরাতো আমার থেকেও বেশি খারাপ। আমিতো শুধুমাত্র খারাপ মানুষ কে মেরে ফেলি "তোরা
তো এই সমাজের ভালো মানুষ গুলাকে মেরে ফেলিস।
তোর বাবা এতো টাকা পয়সা "তোদের বিলাশিতা
'এতো কিছু জানতে চাইনা। তুমি কেনো আমার বাবাকে
মারার পরে মাকে মা/রতে চাও সেইটা বলো।
'কারন তোর মাও একটি খুনি?? যে কিনা সমাজের
কাছে ভালো মানুষ সেজে থাকার অভিনয় করে।
'একদম বাজে কথা বলবেনা আমার মাকে নিয়ে "আমার মায়ের মতো ভালো মানুষ আর একটি হয়না বুজছো?
'হাসো কেনো হ্যা "এখানে হাসার কথা বলছি আমি।
'তোর মা কতোটা ভালো মানুষ। সেটাই তোর মাকেই জিঙ্গেস করে দেখ।
'হাহাহ তুমি বললে আর আমি বিশ্বাস করবো।
'জানিস সেই দিন আমাকে কারা কিডন্যাপ করেছিলো হাসপাতালের সামনে থেকে?
'তোর এই সয়তান মা আমাকে কিডন্যাপ করেছিলো। তোর মা আমাকে মেরে ফেলতে চায়?
'চৈতির কথাটি শেষ হতে না হতেই "চৈতি হঠাৎ
https://www.cpmrevenuegate.com
0 Post a Comment:
Post a Comment